Kredity

Texty

পূর্ণ-আনন্দ
পূর্ণমঙ্গলরূপে হৃদয়ে এসো
এসো মনোরঞ্জন
পূর্ণ-
আলোকে আঁধার হউক চূর্ণ
অমৃতে মৃত্যু করো পূর্ণ
আলোকে আঁধার হউক চূর্ণ
অমৃতে মৃত্যু করো পূর্ণ
করো গভীরদারিদ্র ভঞ্জন
পূর্ণ-
সকল সংসার দাঁড়াবে সরিয়া
তুমি হৃদয়ে আসিছ দেখি
সকল সংসার দাঁড়াবে সরিয়া
তুমি হৃদয়ে আসিছ দেখি
জ্যোতির্ময় তোমার প্রকাশে
শশী তপন পায় লাজ
জ্যোতির্ময় তোমার প্রকাশে
শশী তপন পায় লাজ
সকলের তুমি গর্বগঞ্জন
পূর্ণ-আনন্দ
পূর্ণমঙ্গলরূপে হৃদয়ে এসো
এসো মনোরঞ্জন
পূর্ণ-
Written by: Rabindranath Tagore
instagramSharePathic_arrow_out

Loading...