Kredity
PERFORMING ARTISTS
Suchitra Mitra
Performer
COMPOSITION & LYRICS
Rabindranath Tagore
Songwriter
Texty
শুকনো পাতা কে যে ছড়ায়
ওই দূরে দূরে
শুকনো পাতা কে যে ছড়ায়
উদাস-করা কোন্ সুরে
শুকনো পাতা কে যে ছড়ায়
ওই দূরে দূরে
শুকনো পাতা কে যে ছড়ায়
ঘরছাড়া ওই কে বৈরাগী
জানি না যে কাহার লাগি গো
ক্ষণে ক্ষণে শূন্য বনে বনে যায় ঘুরে ঘুরে
শুকনো পাতা কে যে ছড়ায়
ওই দূরে দূরে
শুকনো পাতা কে যে ছড়ায়
চিনি চিনি যেন ওরে হয় মনে
ফিরে ফিরে যেন দেখা ওর সনে
চিনি চিনি যেন ওরে
ছদ্মবেশে কেন খেলো
জীর্ণ এ বাস ফেলো ফেলো গো
প্রকাশ করো চিরনূতন বন্ধুরে
শুকনো পাতা কে যে ছড়ায়
ওই দূরে দূরে
শুকনো পাতা কে যে ছড়ায়
উদাস-করা কোন্ সুরে
শুকনো পাতা কে যে ছড়ায়
Written by: Rabindranath Tagore