Hudební video
Hudební video
Kredity
PERFORMING ARTISTS
Dr. Chitralekha Chowdhury
Performer
COMPOSITION & LYRICS
Rabindranath Tagore
Songwriter
Texty
এনেছ ওই শিরীষ বকুল
আমের মুকুল সাজিখানি হাতে করে
এনেছ ওই
কবে, কবে যে সব ফুরিয়ে দেবে
চলে যাবে দিগন্তরে
এনেছ ওই শিরীষ বকুল
আমের মুকুল সাজিখানি হাতে করে
এনেছ ওই
পথিক, তোমায় আছে জানা
পথিক, তোমায় আছে জানা
করব না, করব না গো
তোমায় মানা করব না
যাবার বেলায় যেয়ো যেয়ো
বিজয়মালা মাথায় পরে
এনেছ ওই শিরীষ বকুল
আমের মুকুল সাজিখানি হাতে করে
এনেছ ওই
তবু তুমি আছ যতক্ষণ
অসীম হয়ে ওঠে হিয়ায় তোমারি মিলন
তবু তুমি আছ যতক্ষণ
অসীম হয়ে ওঠে হিয়ায় তোমারি মিলন
যখন যাবে তখন প্রাণে
যখন যাবে তখন প্রাণে
বিরহ মোর ভরবে, ভরবে গো
গানে গানে ভরবে
দূরের কথা সুরে বাজে
সকল বেলা ব্যথায় ভরে
এনেছ ওই শিরীষ বকুল
আমের মুকুল সাজিখানি হাতে করে
এনেছ ওই
Written by: Rabindranath Tagore


