Kredity
PERFORMING ARTISTS
Pramita Mallick
Lead Vocals
COMPOSITION & LYRICS
Rabindranath Tagore
Songwriter
PRODUCTION & ENGINEERING
Gopa Roy
Producer
Texty
অসীম ধন তো আছে তোমার, তাহে সাধ না মেটে
নিতে চাও তা আমার হাতে কণায় কণায় বেঁটে
অসীম ধন তো আছে তোমার, তাহে সাধ না মেটে
দিয়ে রতনমণি, দিয়ে তোমার রতনমণি
আমায় করলে ধনী
এখন দ্বারে এসে ডাকো, রয়েছি দ্বার এঁটে
অসীম ধন তো আছে তোমার, তাহে সাধ না মেটে
আমায় তুমি করবে দাতা, আপনি ভিক্ষু হবে
বিশ্বভুবন মাতল যে তাই হাসির কলরবে
তুমি রইবে না ওই রথে, নামবে ধুলাপথে
তুমি রইবে না ওই রথে, নামবে ধুলাপথে
যুগ-যুগান্ত আমার সাথে চলবে হেঁটে হেঁটে
অসীম ধন তো আছে তোমার, তাহে সাধ না মেটে
নিতে চাও তা আমার হাতে কণায় কণায় বেঁটে
অসীম ধন তো আছে তোমার, তাহে সাধ না মেটে
Written by: Rabindranath Tagore