Hudební video
Hudební video
Kredity
PERFORMING ARTISTS
Soumitra Chattopadhyay
Lead Vocals
COMPOSITION & LYRICS
Rabindranath Tagore
Songwriter
PRODUCTION & ENGINEERING
Gopa Roy
Producer
Texty
আপন গান
রবীন্দ্রসঙ্গীতের শ্রেষ্ঠ রূপকার স্বয়ং রবীন্দ্রনাথ
সত্য দ্রষ্টা পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ
বালক পুত্র রবীন্দ্রনাথের গান শুনে বলতেন
"রবি আমাদের বাংলাদেশের বুলবুল"
প্রথম প্রথম পরিজন পরিবেশে গান শোনাতেন রবীন্দ্রনাথ
কালে কালে গানের খ্যাতি ছড়িয়ে পড়লো
সভা-সমিতিতে ভাষণ বা প্রবন্ধ পাঠের পর
সর্বত্রই শ্রোতাদের অনুরোধে শোনাতে হতো গান
নিজের লেখা গান
যে গানের মধ্যে সঞ্চিত হয়েছে দিনে দিনে
সৃষ্টির প্রথম রহস্য, আলোকের প্রকাশ
আর সৃষ্টির শেষ রহস্য, ভালোবাসার অমৃত
কেমন ছিল তার সে গান গাওয়া?
যখন একলার কণ্ঠস্বরে আকাশ কেঁপে উঠতো
প্রিয় ভ্রাতুষ্পুত্র শিল্পাচার্য অবনীন্দ্রনাথের কথায়
তার রবি কাকার গানে ছিল
একলা মানুষের কণ্ঠে হাজার পাখির গান
আর সেই সব গান নিজের কাছে
নিজের গানের সুরে বাঁধা
স্বয়ং স্রষ্টার কথায়
"গানটা শুনলে আমি আশ্চর্য হয়ে যাই
এই সুরগুলি কারো কাছে ধার করা নয়
কোথা থেকে এসেছে বলতে পারিনি
কিছু বাছ-বিচার, ভয়-ডর নেই
আপনার ইচ্ছেমতো গলায় এসেছে
গেয়েছি, গান হয়ে উঠেছে
তাই ফিরে শুনি যখন বিস্মিত হই
এবং আমি নিজেকে বলি, তোমার গান রইল
এ আর কাল অপহরণ করতে পারবে না"
ধরা রইল রবীন্দ্রনাথ রচিত
অজস্র গানের ভেতর থেকে তুলে আনা
অনুপম গানের একটি গুচ্ছ
সৃজন বেদনার মুহূর্ত
আর সকণ্ঠে গান গাওয়ার মুহূর্তের
উজ্জ্বল অনুসঙ্গে
Written by: Rabindranath Tagore


