Kredity

PERFORMING ARTISTS
Andrew Kishore
Andrew Kishore
Performer
COMPOSITION & LYRICS
Ahmed Imtiaz Bulbul
Ahmed Imtiaz Bulbul
Songwriter
Alam Khan
Alam Khan
Composer
Syed Shamsul Haque
Syed Shamsul Haque
Songwriter

Texty

হায়রে মানুষ, রঙিন ফানুস
দম ফুরাইলে ঠুস
তবু তো ভাই কারওরই নাই একটুখানি হুঁশ
হায়রে মানুষ, রঙিন ফানুস
রঙিন ফানুস, হায়রে মানুষ
হায়রে মানুষ, রঙিন ফানুস
দম ফুরাইলে ঠুস
তবু তো ভাই কারওরই নাই একটুখানি হুঁশ
হায়রে মানুষ, রঙিন ফানুস
রঙিন ফানুস, হায়রে মানুষ
পূর্ণিমাতে ভাইসা গেছে নীল দরিয়া
সোনার পিনিশ বানাইছিলা যতন করিয়া
পূর্ণিমাতে ভাইসা গেছে নীল দরিয়া
সোনার পিনিশ বানাইছিলা যতন করিয়া
চ্যালচ্যালাইয়া চলে পিনিশ, ডুইবা গেলেই ভুস
হায়রে মানুষ, রঙিন ফানুস
দম ফুরাইলে ঠুস
মাটির মানুষ থাকে সোনার মহল গড়িয়া
জ্বালাইয়াছে সোনার পিদিম তীর্থ হরিয়া
মাটির মানুষ থাকে সোনার মহল গড়িয়া
জ্বালাইয়াছে সোনার পিদিম তীর্থ হরিয়া
ঝলমলাইয়া জ্বলে পিদিম, নিইভ্যা গেলেই ফুঁস
হায়রে মানুষ, রঙিন ফানুস
দম ফুরাইলে ঠুস
তবু তো ভাই কারওরই নাই একটুখানি হুঁশ
হায়রে মানুষ, রঙিন ফানুস
রঙিন ফানুস, হায়রে মানুষ
হায়রে মানুষ, রঙিন ফানুস
দম ফুরাইলে ঠুস
তবু তো ভাই কারওরই নাই একটুখানি হুঁশ
হায়রে মানুষ, রঙিন ফানুস
রঙিন ফানুস, হায়রে মানুষ
Written by: Ahmed Imtiaz Bulbul, Alam Khan, Syed Shamsul Haque
instagramSharePathic_arrow_out

Loading...