Texty

বলে গ্যালো ওরা, বলে গ্যালো ওরা
রাতবিরেতে বেরোনো বারণ, রে বারণ
বলে গ্যালো ওরা, বলে গ্যালো ওরা
তুই তোর ক্ষতির কারণ, রে কারণ...
মেয়ে, তুই খেলনা নোস
চণ্ডী, তুই কালী, তুই দূর্গা
মেয়ে, তুই ফেলনা নোস
ওড়না, তোর কাজল, তোর সুরমা
মনেরই জোরেতে তুই দেখাবি সাহস
একই রূপে একই দেহে কতো কি যে হোস...
ঘুরে দাঁড়া, ঘুরে দাঁড়া, এবারে তুই ঘুরে দাঁড়া...
*
পথে-ঘাটে, হাটে-মাঠে,
শুধু পাবি আশেপাশে শেয়ালের ভীড়, এখানে এখানে
ট্রামে-বাসে, ক্যাম্পাসে
কে কখন চুপিচুপি ছুঁড়ে দেবে তীর, কে জানে? কে জানে?
এবার চুপ না থেকে, নিজের মুখ না ঢেকে
নিজেই ঝাঁপিয়ে পড়
একটু একটু করে, মেঘেরা গুমোট হলে
জানি ঠিক আসবেই ঝড়...
ঘুরে দাঁড়া, ঘুরে দাঁড়া, এবারে তুই ঘুরে দাঁড়া...
Written by: Rathijit Bhattacharjee
instagramSharePathic_arrow_out

Loading...