Συντελεστές
PERFORMING ARTISTS
Rezwana Choudhury Bannya
Performer
COMPOSITION & LYRICS
Rabindranath Tagore
Songwriter
Στίχοι
মম অন্তর উদাসে
মম অন্তর উদাসে
পল্লবমর্মরে কোন চঞ্চল বাতাসে
মম অন্তর উদাসে
মম অন্তর উদাসে
জ্যোৎস্নাজড়িত নিশা
ঘুমে জাগরণে মিশা
বিহ্বল আকুল কার
অঞ্চলসুবাসে
মম অন্তর উদাসে
মম অন্তর উদাসে
থাকিতে না দেয় ঘরে, কোথায় বাহির করে
সুন্দর সুদূরে কোন নন্দন-আকাশে
থাকিতে না দেয় ঘরে, কোথায় বাহির করে
সুন্দর সুদূরে কোন নন্দন-আকাশে
অতীত দিনের পারে
স্মরণসাগর-ধারে
বেদনা লুকানো কোন
ক্রন্দন-আভাসে
মম অন্তর উদাসে
মম অন্তর উদাসে
পল্লবমর্মরে কোন চঞ্চল বাতাসে
মম অন্তর উদাসে
মম অন্তর উদাসে
Written by: Robindranath Tagore

