Συντελεστές
PERFORMING ARTISTS
Rezwana Choudhury Bannya
Performer
COMPOSITION & LYRICS
Rabindranath Tagore
Songwriter
Στίχοι
ওগো সাঁওতালি ছেলে
ওগো সাঁওতালি ছেলে
শ্যামল সঘন নববরষার কিশোর দূত কি এলে
ওগো সাঁওতালি ছেলে
ধানের ক্ষেতের পারে শালের ছায়ার ধারে
ধানের ক্ষেতের পারে শালের ছায়ার ধারে
বাঁশির সুরেতে সুদূর দূরেতে চলেছ হৃদয় মেলে
ওগো সাঁওতালি ছেলে
পুবদিগন্ত দিল তব দেহে নীলিমলেখা
পীত ধড়াটিতে অরুণরেখা
কেয়াফুলখানি কবে তুলে আনি
দ্বারে মোর রেখে গেলে
ওগো সাঁওতালি ছেলে
আমার গানের হংসবলাকাপাঁতি
বাদল-দিনের তোমার মনের সাথি
আমার গানের হংসবলাকাপাঁতি
বাদল-দিনের তোমার মনের সাথি
ঝড়ে চঞ্চল তমালবনের প্রাণে
তোমাতে আমাতে মিলিয়াছি একখানে
ঝড়ে চঞ্চল তমালবনের প্রাণে
তোমাতে আমাতে মিলিয়াছি একখানে
মেঘের ছায়ায় চলিয়াছি ছায়া ফেলে
ওগো সাঁওতালি ছেলে
শ্যামল সঘন নববরষার কিশোর দূত কি এলে
ওগো সাঁওতালি ছেলে
Written by: Rabindranath Tagore