album cover
Jhap
9
Pop
Jhap κυκλοφόρησε στις 10 Οκτωβρίου 2012 από Sangeeta Complex ως μέρος του άλμπουμ Na onko
album cover
ΆλμπουμNa onko
Ημερομηνία κυκλοφορίας10 Οκτωβρίου 2012
ΕτικέταSangeeta Complex
Μελωδικότητα
Ακουστικότητα
Βαλάνς
Χορευτικότητα
Ενέργεια
BPM65

Συντελεστές

PERFORMING ARTISTS
Biplob
Biplob
Performer
COMPOSITION & LYRICS
Arman Khan
Arman Khan
Songwriter

Στίχοι

ঝাঁপ দিবি তো কোথায় দিবি, আগুনে না পানিতে?
ঝাঁপ দিবি তো কোথায় দিবি, আগুনে না পানিতে?
কার কথাতে লাড়িচাড়ি, কার কথাতে লড়িচড়ি?
কার কথাতে লাড়িচাড়ি, কার কথাতে লড়িচড়ি?
আয় না খুঁজি তারে, যাবি কে?
আয় না খুঁজি তারে, যাবি কে?
আয় না খুঁজি তারে, যাবি কে?
ঝাঁপ দিবি তো কোথায় দিবি, আগুনে না পানিতে?
ঝাঁপ দিবি তো কোথায় দিবি, আগুনে না পানিতে?
কার কথাতে লাড়িচাড়ি, কার কথাতে লড়িচড়ি?
কার কথাতে লাড়িচাড়ি, কার কথাতে লড়িচড়ি?
আয় না খুঁজি তারে, যাবি কে?
আয় না খুঁজি তারে, যাবি কে?
আয় না খুঁজি তারে, যাবি কে?
দূরের মানুষ দূরে থুইয়া, কাছের মানুষ বুকে লইয়া
ঘুম ধরে না রে, আমার ঘুম ধরে না রে
কার হুকুমে শেষ ঘুমামু, ধর না তারে
ও মনা, ধর না তারে
দূরের মানুষ দূরে থুইয়া, কাছের মানুষ বুকে লইয়া
ঘুম ধরে না রে, আমার ঘুম ধরে না রে
কার হুকুমে শেষ ঘুমামু, ধর না তারে
ও মনা, ধর না তারে
ঘুম দিবি তো কোথায় দিবি, এপারে না ওপারে?
ঘুম দিবি তো কোথায় দিবি, এপারে না ওপারে?
কার কথাতে লাড়িচাড়ি, কার কথাতে লড়িচড়ি?
কার কথাতে লাড়িচাড়ি, কার কথাতে লড়িচড়ি?
আয় না খুঁজি তারে, যাবি কে?
আয় না খুঁজি তারে, যাবি কে?
আয় না খুঁজি তারে, যাবি কে?
সোনার মহল জবর-দখল, আর কত যে অদল-বদল করবি এপারে
ও মনা, করবি এপারে
Cash memo-তে সিল দিবো কে গেলে ওই পারে?
ও মনা, গেলে ওই পারে
সোনার মহল জবর-দখল, আর কত যে অদল-বদল করবি এপারে
ও মনা, করবি এপারে
Cash memo-তে সিল দিবো কে গেলে ওই পারে?
ও মনা, গেলে ওই পারে
সিল দিবি তো কোথায় দিবি, এপারে না ওপারে?
সিল দিবি তো কোথায় দিবি, এপারে না ওপারে?
কার কথাতে লাড়িচাড়ি, কার কথাতে লড়িচড়ি?
কার কথাতে লাড়িচাড়ি, কার কথাতে লড়িচড়ি?
আয় না খুঁজি তারে, যাবি কে?
আয় না খুঁজি তারে, যাবি কে?
আয় না খুঁজি তারে, যাবি কে?
ঝাঁপ দিবি তো কোথায় দিবি, আগুনে না পানিতে?
ঝাঁপ দিবি তো কোথায় দিবি, আগুনে না পানিতে?
Written by: Arman Khan
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...