Μουσικό βίντεο
Μουσικό βίντεο
Συντελεστές
PERFORMING ARTISTS
Debabrata Biswas
Performer
COMPOSITION & LYRICS
Rabindranath Tagore
Songwriter
Στίχοι
আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান
দিয়ো তোমার জগৎ-সভায়
দিয়ো তোমার জগৎ-সভায় এইটুকু মোর স্থান
আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান
দিয়ো তোমার জগৎ-সভায়
দিয়ো তোমার জগৎ-সভায় এইটুকু মোর স্থান
আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান
আমি তোমার ভুবন-মাঝে লাগি নি, নাথ, কোনো কাজে
আমি তোমার ভুবন-মাঝে লাগি নি, নাথ, কোনো কাজে
শুধু কেবল সুরে বাজে অকাজের এই প্রাণ
আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান
দিয়ো তোমার জগৎ-সভায়
দিয়ো তোমার জগৎ-সভায় এইটুকু মোর স্থান
আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান
নিশায় নীরব দেবালয়ে তোমার আরাধন
তখন মোরে আদেশ কোরো গাইতে হে রাজন
নিশায় নীরব দেবালয়ে তোমার আরাধন
তখন মোরে আদেশ কোরো গাইতে হে রাজন
ভোরে যখন আকাশ জুড়ে বাজবে বীণা সোনার সুরে
ভোরে যখন আকাশ জুড়ে বাজবে বীণা সোনার সুরে
আমি যেন না রই দূরে
আমি যেন না রই দূরে, এই দিয়ো মোর মান
আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান
দিয়ো তোমার জগৎ-সভায়
দিয়ো তোমার জগৎ-সভায় এইটুকু মোর স্থান
আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান
Written by: Rabindranath Tagore


