Συντελεστές
PERFORMING ARTISTS
Shaan
Performer
COMPOSITION & LYRICS
Kumar Sanu
Composer
Goutam Sushmit
Lyrics
Στίχοι
জীবন মানে সোনার হরিণ খোঁজা
সারা জীবন
হো, জীবন মানে তুমি আছ তবু যে
একলা এ মন
ও, জীবন মানে শিশিরভেজা ঝরে যাওয়া ফুল
খেলার পুতুল, খেলার পুতুল
জীবন মানে সোনার হরিণ খোঁজা
সারা জীবন
ভালোবাসা, কোথাও আশা, কোথাও কুয়াশা
অন্ধকারে নিজের ছায়া খোঁজাই ভালোবাসা
ভালোবাসা কোথাও আশা, কোথাও কুয়াশা
অন্ধকারে নিজের ছায়া খোঁজাই ভালোবাসা
কেউ জানে না, কোন মেঘেতে
কোথায় ঝরায় শ্রাবণ
জীবন মানে সোনার হরিণ খোঁজা
সারা জীবন
হলে আড়াল চোখের থেকে, হয় যে চোখের মণি
দু'চোখ বুজে দেখি যে তার প্রেমের হাতছানি
হলে আড়াল চোখের থেকে, হয় যে চোখের মণি
দু'চোখ বুজে দেখি যে তার প্রেমের হাতছানি
নাই বা হলো চোখের দেখা
স্বপ্নে হবে মিলন
জীবন মানে সোনার হরিণ খোঁজা
সারা জীবন
জীবন মানে শিশিরভেজা ঝরে যাওয়া ফুল
খেলার পুতুল, খেলার পুতুল
Written by: Gautam Bhattacharya, Goutam Sushmit, Kumar Sanu

