Συντελεστές
PERFORMING ARTISTS
Ahmed Sobuj
Keyboards
COMPOSITION & LYRICS
Prince Mahmud
Songwriter
PRODUCTION & ENGINEERING
Ahmed Sobuj
Producer
Στίχοι
আজ জড়ায় ধরবে তোমার
মনকে আমার মন,
গাইবে পাখি গাইবে জোনাক
গাছ গাছালি বন।
এত ভালোবাসা গো জান
রাখিয়ো আঁচলে,
দোলাও তুমি দুলি আমি
জগত বাড়ি দোলে।
ঘুমাও তুমি ঘুমাও গো জান,
ঘুমাও আমার কোলে,
ভালবাসার নাও ভাসাবো
ভালবাসি বলে।
Written by: Prince Mahmud

