Μουσικό βίντεο

Akashta Kapchilo Kyan ~ Golam Fakir (Jalangi) || আকাশটা কাঁপছিলো ক্যান ~ গোলাম ফকির (জলঙ্গী)
Δείτε το μουσικό βίντεο του {trackName} από {artistName}

Συντελεστές

PERFORMING ARTISTS
Golam Fakir
Golam Fakir
Performer
COMPOSITION & LYRICS
Golam Fakir
Golam Fakir
Songwriter
Shah Alam
Shah Alam
Lyrics

Στίχοι

আকাশটা কাঁপছিল কেন? জমিনটা নাচছিল কেন? বড়ো পির ঘামছিল কেন সেইদিন, সেইদিন? গান গেয়েছিলে খাজা যেইদিন গান গেয়েছিলে খাজা যেইদিন আল্লাহ-নবিজির গান, পির-আউলিয়ার শান যে বলে, "হারাম" সে তো জ্ঞানহীন, জ্ঞানহীন আল্লাহ-নবিজির গান, পির-আউলিয়ার শান যে বলে, "হারাম" সে তো জ্ঞানহীন, জ্ঞানহীন না বুঝে ভেদ-বিধান "হারাম" তোমরা বলছ কেন? না বুঝে ভেদ-বিধান "হারাম" তোমরা বলছ কেন? এই গান শোনে নবির ইয়াসিন, ইয়াসিন গান গেয়েছিলে খাজা যেইদিন গান গেয়েছিলে খাজা যেইদিন না করে গণ্ডগোল খোল তোরা হাদিস খোল বিল্লাল কেন বাজায় ঢোলী সেই দিন, সেই দিন? না করে গণ্ডগোল খোল তোরা হাদিস খোল বিল্লাল কেন বাজায় ঢোলী সেই দিন, সেই দিন? যেদিন দিনের নবি ছেড়ে যান পৃথিবী যেদিন দিনের নবি ছেড়ে যান পৃথিবী ঢোল বাজিয়ে ক্ষমা চাই ঋণ, চাই ঋণ গান গেয়েছিলে খাজা যেইদিন গান গেয়েছিলে খাজা যেইদিন সুরেতে দেয় আজান, সুরে পড়ে কুরআন সুরেতে ওয়াজ করে মুয়াজ্জিন, মুয়াজ্জিন সুরেতে দেয় আজান, সুরে পড়ে কুরআন সুরেতে ওয়াজ করে মুয়াজ্জিন, মুয়াজ্জিন কয় সরকার শাহ্ আলম, "গান আছে দুই রকম" কয় সরকার শাহ্ আলম, "গান আছে দুই রকম" বাউল গান স্বাগত মুমিন, মুমিন গান গেয়েছিলে খাজা যেইদিন গান গেয়েছিলে খাজা যেইদিন আকাশটা কাঁপছিল কেন? জমিনটা নাচছিল কেন? আকাশটা কাঁপছিল কেন? জমিনটা নাচছিল কেন? বড়ো পির ঘামছিল কেন সেইদিন, সেইদিন? গান গেয়েছিলে খাজা যেইদিন গান গেয়েছিলে খাজা যেইদিন গান গেয়েছিলে খাজা যেইদিন
Writer(s): Saha Alam Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out