Music Video
Music Video
Credits
PERFORMING ARTISTS
Kishore Kumar
Performer
COMPOSITION & LYRICS
Mukul Dutt
Songwriter
Lyrics
নয়ন সরসী কেন ভরেছে জলে?
কত কি রয়েছে লেখা কাজলে কাজলে
নয়ন সরসী কেন ভরেছে জলে?
কত কি রয়েছে লেখা কাজলে কাজলে
নয়ন সরসী কেন?
বেদনার কলি তুমি দাও ভালোবেসে বঁধু
বেদনার কলি তুমি দাও ভালোবেসে বঁধু
ফুল ফোটানোর ছলে আমি ভরে দেবো মধু
সারা মন কেন তুমি চোখে সাজালে?
কত কি রয়েছে লেখা কাজলে কাজলে
নয়ন সরসী কেন?
জনম সফল হবে বঁধুয়ার ঘরে আজ
শরমের আড়ালেতে দেখা যাবে ফুলসাজ
নিশিরাতে বিরহের
নিশিরাতে বিরহের বাঁশি ওরে কে বাঁজায়?
ভালোবেসে কেন বঁধু আজ শুধু কেঁদে যায়?
সেধে সেধে কেন তুমি মরণ নিলে?
কত কি রয়েছে লেখা কাজলে কাজলে
নয়ন সরসী কেন ভরেছে জলে?
কত কি রয়েছে লেখা কাজলে কাজলে
নয়ন সরসী
Written by: Kishore Kumar, Mukul Dutt


