Music Video

Music Video

Lyrics

জানো কি আমার যত অভিমান
মেঘে ঢাকা ঐ আকাশের সমান?
জানো কি আমার যত অভিলাষ
সাত রঙের রংধনু আকাশ?
তুমি কাঁদলে যেনো বৃষ্টি ঝরে
তোমার চোখের জলে
তুমি হাসলে যেনো রৌদ্র হাসে
এসো উড়ে যাই বলে
তুমি কাঁদলে যেনো বৃষ্টি ঝরে
তোমার চোখের জলে
তুমি হাসলে যেনো রৌদ্র হাসে
এসো উড়ে যাই বলে
ভালোবাসা এই তো বুঝি
এ সময় ভালোবাসা
ভালোবাসা এই তো বুঝি
এ সময় ভালোবাসা
হাত বাড়ালেই জানি তুমি আছো
ক্লান্ত হলেই ছায়া হয়ে আছো
তুমি ছুঁয়ে দিলে তাই
এত মায়াময় লাগে
তুমি ছুঁয়ে দিলে তাই
এত মায়াময় লাগে
তুমি কাঁদলে যেনো বৃষ্টিঝরে
তোমার চোখের জলে
তুমি হাসলে যেনো রৌদ্র হাসে
এসো উড়ে যাই বলে
তুমি কাঁদলে যেনো বৃষ্টিঝরে
তোমার চোখের জলে
তুমি হাসলে যেনো রৌদ্র হাসে
এসো উড়ে যাই বলে
ভালোবাসা এই তো বুঝি
এসময় ভালোবাসা
ভালোবাসা এই তো বুঝি
এসময় ভালোবাসা
দিন ফুরালেই জানি সন্ধ্যা নামে
তোমার আমার ভালোবাসার দামে
কাছে আসো বলে তাই
এত শিহরণ জাগে
তুমি কাঁদলে যেনো বৃষ্টি ঝরে
তোমার চোখের জলে
তুমি হাসলে যেনো রৌদ্র হাসে
এসো উড়ে যাই বলে
তুমি কাঁদলে যেনো বৃষ্টি ঝরে
তোমার চোখের জলে
তুমি হাসলে যেনো রৌদ্র হাসে
এসো উড়ে যাই বলে
ভালোবাসা এই তো বুঝি
এ সময় ভালোবাসা
Written by: Habib Wahid, Shaki Ahmed
instagramSharePathic_arrow_out

Loading...