Credits
Lyrics
দীর্ঘ জীবনপথ, কত দুঃখতাপ, কত শোকদহন
গেয়ে চলি তবু তাঁর করুণার গান
দীর্ঘ জীবনপথ, কত দুঃখতাপ, কত শোকদহন
গেয়ে চলি তবু তাঁর করুণার গান
দীর্ঘ জীবনপথ
খুলে রেখেছেন তাঁর
অমৃতভবনদ্বার
খুলে রেখেছেন তাঁর
অমৃতভবনদ্বার
শ্রান্তি ঘুচিবে, অশ্রু মুছিবে
এ পথের হবে অবসান
দীর্ঘ জীবনপথ
অনন্তের পানে চাহি
আনন্দের গান গাহি
ক্ষুদ্র শোকতাপ নাহি নাহি রে
অনন্তের পানে চাহি
আনন্দের গান গাহি
ক্ষুদ্র শোকতাপ নাহি নাহি রে
অনন্ত আলয় যার
কিসের ভাবনা তার
অনন্ত আলয় যার
কিসের ভাবনা তার
নিমেষের তুচ্ছ ভারে
হব না রে ম্রিয়মাণ
দীর্ঘ জীবনপথ, কত দুঃখতাপ, কত শোকদহন
গেয়ে চলি তবু তাঁর করুণার গান
দীর্ঘ জীবনপথ