Credits
PERFORMING ARTISTS
Iffat Ara Dewan
Performer
COMPOSITION & LYRICS
Rabindranath Tagore
Songwriter
Lyrics
বঁধু, মিছে রাগ কোরো না, কোরো না
মম মন বুঝে দেখো মনে মনে
মনে রেখো, কোরো করুণা
বঁধু, মিছে রাগ কোরো না, কোরো না
পাছে আপনারে রাখিতে না পারি
তাই কাছে কাছে থাকি আপনারি
মুখ হেসে যাই, মনে কেঁদে চাই
সে আমার নহে ছলনা
বঁধু, মিছে রাগ কোরো না, কোরো না
দিনেকের দেখা, তিলেকের সুখ
ক্ষণেকের তরে শুধু হাসিমুখ
পলকের পরে থাকে বুক ভরে
চিরজনমের বেদনা
তারি মাঝে কেন এত সাধাসাধি
অবুঝ আঁধারে কেন মরি কাঁদি
দূর হতে এসে ফিরে যাই শেষে
বহিয়া বিফল বাসনা
বঁধু, মিছে রাগ কোরো না, কোরো না
মম মন বুঝে দেখো মনে মনে
মনে রেখো, কোরো করুণা
বঁধু, মিছে রাগ কোরো না, কোরো না
Written by: Rabindranath Tagore