Credits
Lyrics
বিদায় করেছ যারে নয়ন-জলে
এখন ফিরাবে তারে কিসের ছলে গো
বিদায় করেছ যারে নয়ন-জলে
এখন ফিরাবে তারে কিসের ছলে গো
বিদায় করেছ যারে-
আজি মধু সমীরণে নিশীথে কুসুমবনে
আজি মধু সমীরণে নিশীথে কুসুমবনে
তারে কি পড়েছে মনে বকুলতলে
এখন ফিরাবে তারে কিসের ছলে গো
বিদায় করেছ যারে-
সে দিনও তো মধুনিশি প্রাণে গিয়েছিল মিশি
মুকুলিত দশ দিশি কুসুমদলে
সে দিনও তো মধুনিশি প্রাণে গিয়েছিল মিশি
মুকুলিত দশ দিশি কুসুমদলে
দুটি সোহাগের বাণী যদি হত কানাকানি
দুটি সোহাগের বাণী যদি হত কানাকানি
যদি ঐ মালাখানি পরাতে গলে
এখন ফিরাবে তারে কিসের ছলে গো
বিদায় করেছ যারে-
মধুরাতি পূর্ণিমার ফিরে আসে বার বার
সে জন ফেরে না আর যে গেছে চলে
মধুরাতি পূর্ণিমার ফিরে আসে বার বার
সে জন ফেরে না আর যে গেছে চলে
ছিল তিথি অনকূল, শুধু নিমেষের ভুল
ছিল তিথি অনকূল, শুধু নিমেষের ভুল
চিরদিন তৃষাকুল পরান জ্বলে
এখন ফিরাবে তারে কিসের ছলে গো
বিদায় করেছ যারে নয়ন-জলে
এখন ফিরাবে তারে কিসের ছলে গো
বিদায় করেছ যারে-
Written by: Rabindranath Tagore

