Credits
Lyrics
বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা
বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা
দেখিস নে কি শুকনো পাতা ঝরা ফুলের খেলা
বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা
যে ঢেউ উঠে তারি সুরে বাজে কি গান সাগর জুড়ে
যে ঢেউ উঠে তারি সুরে বাজে কি গান সাগর জুড়ে
যে ঢেউ পড়ে তাহারো সুর জাগছে সারা বেলা
বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা
আমার প্রভুর পায়ের তলে শুধুই কি রে মানিক জ্বলে
চরণে তাঁর লুটিয়ে কাঁদে লক্ষ মাটির ঢেলা
চরণে তাঁর লুটিয়ে কাঁদে লক্ষ মাটির ঢেলা
আমার গুরুর আসন-কাছে
সুবোধ ছেলে ক'জন আছে
অবোধ জনে কোল দিয়েছেন
তাই আমি তার চেলা
বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা
বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা
দেখিস নে কি শুকনো পাতা ঝরা ফুলের খেলা
বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা
বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা