Credits

Lyrics

সুখে থাকো আর সুখী করো সবে
তোমাদের প্রেম ধন্য হোক ভবে
সুখে থাকো আর সুখী করো সবে
তোমাদের প্রেম ধন্য হোক ভবে
মঙ্গলের পথে থেকো নিরন্তর
মহত্ত্বের 'পরে রাখিয়ো নির্ভর
মঙ্গলের পথে থেকো নিরন্তর
মহত্ত্বের 'পরে রাখিয়ো নির্ভর
ধ্রুবসত্য তাঁরে ধ্রুবতারা কোরো
সংশয়নিশীথে সংসার-অর্ণবে
সুখে থাকো আর সুখী করো সবে
তোমাদের প্রেম ধন্য হোক ভবে
চিরসুধাময় প্রেমের মিলন
মধুর করিয়া রাখুক জীবন
চিরসুধাময় প্রেমের মিলন
মধুর করিয়া রাখুক জীবন
দু'জনার বলে সবল দু'জন
জীবনের কাজ সাধিয়ো নীরবে
কত দুঃখ আছে, কত অশ্রুজল
প্রেমবলে তবু থাকিয়ো অটল
কত দুঃখ আছে, কত অশ্রুজল
প্রেমবলে তবু থাকিয়ো অটল
তাঁহারি ইচ্ছা হউক সফল
বিপদে সম্পদে শোকে উৎসবে
সুখে থাকো আর সুখী করো সবে
তোমাদের প্রেম ধন্য হোক ভবে
সুখে থাকো আর সুখী করো সবে
তোমাদের প্রেম ধন্য হোক ভবে
instagramSharePathic_arrow_out

Loading...