Credits
Lyrics
ওই মধুর মুখ জাগে মনে
ভুলিব না এ জীবনে
ওই মধুর মুখ
কী স্বপনে কী জাগরণে
ওই মধুর মুখ
তুমি জান বা না জান
মনে সদা যেন
মধুর বাঁশরি বাজে
মধুর বাঁশরি বাজে
হৃদয়ে সদা আছো বলে
হৃদয়ে সদা আছো বলে
আমি প্রকাশিতে পারি নে
শুধু চাহি কাতর নয়নে
ওই মধুর মুখ জাগে মনে
ভুলিব না এ জীবনে
ওই মধুর মুখ