Credits
Lyrics
যেদিন ফুটল কমল
যেদিন ফুটল কমল কিছুই জানি নাই
আমি ছিলেম, আমি ছিলেম অন্যমনে
আমার সাজিয়ে সাজি তারে আনি নাই
সে যে রইল, সে যে রইল সংগোপনে
যেদিন ফুটল কমল
মাঝে মাঝে হিয়া আকুলপ্রায়
স্বপন দেখে চমকে উঠে চায়
মাঝে মাঝে হিয়া আকুলপ্রায়
স্বপন দেখে চমকে উঠে চায়
মন্দ মধুর গন্ধ আসে হায়
কোথায় দখিন-সমীরণে
কোথায় দখিন-সমীরণে
যেদিন ফুটল কমল
ওগো সেই সুগন্ধে ফিরায়ে উদাসিয়া
আমায় দেশে দেশান্তে
যেন সন্ধানে তার উঠে নিশ্বাসিয়া
ভুবন নবীন বসন্তে
ওগো সেই সুগন্ধে ফিরায়ে উদাসিয়া
আমায় দেশে দেশান্তে
যেন সন্ধানে তার উঠে নিশ্বাসিয়া
ভুবন নবীন বসন্তে
কে জানিত দূরে তো নেই সে
আমারি গো আমারি সেই যে
এ মাধুরী ফুটেছে হায় রে
আমার হৃদয়-উপবনে
আমার হৃদয়-উপবনে
যেদিন ফুটল কমল