Lyrics
হে চামুণ্ডে, হে চামুণ্ডে
জয় জয় তব ভূত দামিনী
হে চামুণ্ডে
কালো রাত্রি সর্বময়ে, নমি জয়দায়িনী
কালো রাত্রি সর্বময়ে, নমি জয়দায়িনী
হে চামুণ্ডে, হে চামুণ্ডে
জয়ন্তী মঙ্গলা-কালী কপালিনি ভদ্রকালী
জয়ন্তী মঙ্গলা-কালী কপালিনি ভদ্রকালী
তুমি ধাত্রী সহাস্যধা, দুর্গা ক্ষমা শিবানী
তুমি ধাত্রী সহাস্যধা, দুর্গা ক্ষমা শিবানী
হে চামুণ্ডে, হে চামুণ্ডে
মধু-কৈটব ঘাতিনী, ব্রহ্মা রে বরদায়িনী
যশ রূপ জয় দাও, শত্রু নাশ কারিনী
নিশুম্ভ-শুম্ভ ঘাতিনী, ত্রিলোকে শুভ কারিনী
যশ রূপ জয় দাও, শত্রু নাশ কারিনী
যশ রূপ জয় দাও, শত্রু নাশ কারিনী
হে চামুণ্ডে, হে চামুণ্ডে
ভক্তিতে স্তুতিলে তোমা, ব্যাধিনাশ কর গো মা
ভক্তিতে স্তুতিলে তোমা, ব্যাধিনাশ কর গো মা
যশ রূপ জয় দাও, শত্রু নাশ কারিনী
যশ রূপ জয় দাও, শত্রু নাশ কারিনী
হে চামুণ্ডে, হে চামুণ্ডে
জয় জয় তব ভূত দামিনী
কালো রাত্রি সর্বময়ে, নমি জয়দায়িনী
হে চামুণ্ডে, হে চামুণ্ডে
হে চামুণ্ডে
Written by: Ajoy Chakraborty