Music Video
Music Video
Credits
PERFORMING ARTISTS
Manna Dey
Performer
COMPOSITION & LYRICS
Salil Chowdhury
Composer
Lyrics
ও ভাই রে ভাই
এহে আয় রে আয়
ওহো ভাই রে ভাই
এহে আয় রে আয়
আয় রে কুড়ুল, করাত নিয়ে
পোড়া বরাত নিয়ে
জঙ্গলে দঙ্গলে আয় রে
আয় রে আয়, কাটি কাঠ
কাটি কাঠ, কাটি কাঠ, কাটি কাঠ
ও ভাই রে ভাই
এহে আয় রে আয়
আয় রে কুড়ুল, করাত নিয়ে
পোড়া বরাত নিয়ে
জঙ্গলে দঙ্গলে আয় রে
আয় রে আয়, কাটি কাঠ
কাটি কাঠ, কাটি কাঠ, কাটি কাঠ
জীবন দোলায় দুদিন দোলোনা
আশা নিরাশার ছলনায়
জীবন দোলায় দুদিন দোলোনা
আশা নিরাশার ছলনায়
কত শপথ করে, চোরা কপট
এখন শিকেই তোলো না ভাবনা
ও ভাই রে ভাই
এহে আয় রে আয়
আয় রে কুড়ুল, করাত নিয়ে
পোড়া বরাত নিয়ে
জঙ্গলে দঙ্গলে আয় রে
আয় রে আয়, কাটি কাঠ
কাটি কাঠ, কাটি কাঠ, কাটি কাঠ
হায়রে, বরাত ফরাত কিছু মানিনা
কি হবে কার, তাতো জানি না
বরাত ফরাত কিছু মানিনা
কি হবে কার, তাতো জানি না
শুধু দু'হাত, আছে কুড়ুল, করাত
যায় যদিন য'রাত কেটে যাক না
ও ভাই রে ভাই
এহে আয় রে আয়
ওহো ভাই রে ভাই
এহে আয় রে আয়
আয় রে কুড়ুল, করাত নিয়ে
পোড়া বরাত নিয়ে
জঙ্গলে দঙ্গলে আয় রে
আয় রে আয়, কাটি কাঠ
কাটি কাঠ, কাটি কাঠ, কাটি কাঠ
ও ভাই রে ভাই
এহে আয় রে আয়
আয় রে কুড়ুল, করাত নিয়ে
পোড়া বরাত নিয়ে
জঙ্গলে দঙ্গলে আয় রে
আয় রে আয়, কাটি কাঠ
কাটি কাঠ, কাটি কাঠ, কাটি কাঠ
Written by: Salil Chowdhury


