Featured In

Credits

PERFORMING ARTISTS
Swagatalakshmi Dasgupta
Swagatalakshmi Dasgupta
Performer
COMPOSITION & LYRICS
Swagatalakshmi Dasgupta
Swagatalakshmi Dasgupta
Songwriter

Lyrics

বৈরাগী কয়, "মাগো..."
বৈরাগী কয়, "মাগো, ভৈরবীতে জাগো
রুপং দেহি গাও গো দুর্গা মায়ের স্তব"
বৈরাগী কয়, "মাগো, ভৈরবীতে জাগো
রুপং দেহি গাও গো দুর্গা মায়ের স্তব"
মহালয়ায় সর্বভূতে আসন তাঁহার টলে গো
হিমালয়ের মেয়ের মনে ব্যথার বাণী বাজে গো
মহালয়ায় সর্বভূতে আসন তাঁহার টলে গো
হিমালয়ের মেয়ের মনে ব্যথার বাণী বাজে গো
আকাশ পথে মাগো পূজোর সুরে জাগো
আকাশ পথে মাগো পূজোর সুরে জাগো
জয়ং দেহি গাও গো দুর্গা মায়ের স্তব
বৈরাগী কয়, "মাগো..."
বৈরাগী কয়, "মাগো, ভৈরবীতে জাগো
রুপং দেহি গাও গো দুর্গা মায়ের স্তব"
প্রথমাতে মায়ের আদর দ্বিতীয়াতে বাড়ে গো
তৃতীয়া-চতুর্থী বলে, "গয়নাতে মা সাজো গো"
প্রথমাতে মায়ের আদর দ্বিতীয়াতে বাড়ে গো
তৃতীয়া-চতুর্থী বলে, "গয়নাতে মা সাজো গো"
পঞ্চমীতে মা যে...
পঞ্চমীতে মা যে বোধনে বিরাজে
যোশ দেহি গাও গো দুর্গা মায়ের স্তব
ষষ্ঠী আসে ঢাকের তালে সপ্তমীরে ডাকে গো
অষ্টমীতে সন্ধি পূজায় কাঁসর সাথে বাজে গো
ষষ্ঠী আসে ঢাকের তালে সপ্তমীরে ডাকে গো
অষ্টমীতে সন্ধি পূজায় কাঁসর সাথে বাজে গো
নবমী রাত কাঁদে, "যেও মা দু'দিন বাদে"
নবমী রাত কাঁদে, "যেও মা দু'দিন বাদে"
দশমীর আকাশ জুড়ে দুর্গা মায়ের স্তব
বৈরাগী কয়, "মাগো..."
বৈরাগী কয়, "মাগো, ভৈরবীতে জাগো
রুপং দেহি গাও গো দুর্গা মায়ের স্তব"
বৈরাগী কয়, "মাগো, ভৈরবীতে জাগো
রুপং দেহি গাও গো দুর্গা মায়ের স্তব
জয়ং দেহি গাও গো দুর্গা মায়ের স্তব
অশ্ব দেহি গাও গো দুর্গা মায়ের স্তব"
বলো দুর্গা মাঈকি জয়
বলো দুর্গা মাঈকি জয়
বলো দুর্গা মাঈকি জয়
বলো দুর্গা মাঈকি জয়
বলো দুর্গা মাঈকি জয়
বলো দুর্গা মাঈকি জয়
Written by: Swagatalakshmi Dasgupta
instagramSharePathic_arrow_out