Credits
PERFORMING ARTISTS
Shreya Guhathakurta
Performer
COMPOSITION & LYRICS
Rabindranath Tagore
Composer
Neel Dutta
Songwriter
Lyrics
পাগলা হাওয়ার বাদল দিনে
পাগল আমার মন জেগে ওঠে
পাগলা হাওয়ার বাদল দিনে
পাগল আমার মন জেগে ওঠে
পাগলা হাওয়ার বাদল দিনে
পাগল আমার মন জেগে ওঠে
চেনাশোনার কোন বাইরে
যেখানে পথ নাই নাই রে
চেনাশোনার কোন বাইরে
যেখানে পথ নাই নাই রে
সেখানে আকারনে যায় ছুটে
পাগলা হাওয়ার বাদল দিনে
পাগল আমার মন জেগে ওঠে
পাগলা হাওয়ার বাদল দিনে
পাগল আমার মন জেগে ওঠে
ঘরের মুখে আর কি রে
কোনো দিন সে যাবে ফিরে
ঘরের মুখে আর কি রে
কোনো দিন সে যাবে ফিরে
যাবে না, যাবে না
দেয়াল যত সব গেল টুটে
যাবে না, যাবে না
পাগলা হাওয়ার বাদল দিনে
পাগল আমার মন জেগে ওঠে
পাগলা হাওয়ার বাদল দিনে
পাগল আমার মন জেগে ওঠে
বৃষ্টি-নেশা-ভরা সন্ধাবেলা
কোন বলরামের আমি চেলা
বৃষ্টি-নেশা-ভরা সন্ধাবেলা
কোন বলরামের আমি চেলা
আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে
যত মাতাল জুটে
আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে
যত মাতাল জুটে
যা না চাইবার তাই আজি চাই গো
যা না পাইবার তাই কোথা পাই গো
যা না চাইবার তাই আজি চাই গো
যা না পাইবার তাই কোথা পাই গো
পাব না, পাব না
মরি অসম্ভবের পায়ে মাথা কুটে
পাব না, পাব না
পাগলা হাওয়ার বাদল দিনে
পাগল আমার মন জেগে ওঠে
পাগলা হাওয়ার বাদল দিনে
পাগল আমার মন জেগে ওঠে
Written by: Neel Dutta, Rabindranath Tagore