Credits
PERFORMING ARTISTS
Anup Ghoshal
Performer
.
Performer
COMPOSITION & LYRICS
Biswanath Ganguly
Songwriter
Lyrics
তুমি চিরদিন যদি নাহি রবে মোর জীবনে
কণ্ঠে আমার মালা দিলে কেন?
ফুল দিলে কেন চরণে?
চিরদিন যদি নাহি রবে মোর জীবনে
কণ্ঠে আমার মালা দিলে কেন?
ফুল দিলে কেন চরণে?
যবে প্রণয়ে রাঙানো মধুর স্বপনে
এসেছিলে মোর প্রথম জীবনে
মন-বনে মোর প্রেমের মণিকা
জাগিয়া উঠিল গোপনে
চিরদিন যদি নাহি রবে মোর জীবনে
সেদিন বুঝিনি আমার ভুবন শূন্য-কাঙাল করে
ব্যথা দিয়ে তুমি আঁখির আড়ালে সহসা যাবে গো সরে
কেন মুকুল ফোটানো উদাসী দখিনাসম
মুকুল ফোটানো উদাসী দখিনাসম
ভালোবাসিবার বাসনা জাগালে মম?
প্রিয় নাম ধরে ডাকিলে কেন গো
ছলছল দু'টি নয়নে?
তুমি চিরদিন যদি নাহি রবে মোর জীবনে
কণ্ঠে আমার মালা দিলে কেন?
ফুল দিলে কেন চরণে?
Written by: Biswanath Ganguly, Subal Dasgupta