Credits

PERFORMING ARTISTS
Chandrabali Rudra Dutta
Chandrabali Rudra Dutta
Performer
COMPOSITION & LYRICS
Hiren Bose
Hiren Bose
Songwriter

Lyrics

আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে
আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে
সপ্তসিন্ধু কল্লোলরোল
সপ্তসিন্ধু কল্লোলরোল বেজেছে সপ্ততারে
ওগো, জননী এসেছে দ্বারে
আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে
সুর সপ্তক তুলেছে তান সপ্তঋষির গানে
সপ্তসর্গে দুন্দুভি ঘোষে সপ্তগ্রহের টানে
অন্তরে আজ সপ্তসুরের নব-আগমনী স্বরে
ওগো, জননী এসেছে দ্বারে
আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে
সাতরাঙা রবি রামধনু হাতে বরণের বাণ হানে
সপ্তকোটি সুসন্তান বিজয়মাল্য আনে
সাতরাঙা রবি রামধনু হাতে বরণের বাণ হানে
সপ্তকোটি সুসন্তান বিজয়মাল্য আনে
এলো সপ্ততীর্থ একই সাথ হয়ে রীতিমন্দির দ্বারে
তুলে নাও বুকে তারে
ওগো জননী এসেছে দ্বারে
আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে
সপ্তসিন্ধু কল্লোলরোল বেজেছে সপ্ততারে
ওগো, জননী এসেছে দ্বারে
আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে
Written by: Hiren Bose
instagramSharePathic_arrow_out

Loading...