Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Kazi Shuvo
Kazi Shuvo
Performer
Sharalipi
Sharalipi
Performer
COMPOSITION & LYRICS
Rafi
Rafi
Composer
Zahid Akbor
Zahid Akbor
Songwriter

Lyrics

চোখে কী যে মায়া তুমি ছড়ালে
কী প্রেমে জড়ালে, সে তো জানো না
ধীরে ধীরে মনের গভীরে এলে
ভালোবাসা কি এটাকে বলে?
মরে যাবো আমি চলে গেলে দূরে
ফেলে যাবে নিঃশ্বাস, কেন বোঝো না?
চোখে কী যে মায়া তুমি ছড়ালে
কী প্রেমে জড়ালে, সে তো জানো না
যতক্ষণ আছি রবো কাছাকাছি
কখনো আড়াল হতে দেবো না
ও, ছায়া হয়ে থেকো এই হৃদয়ে
মন-সীমানা যেন ছেড়ো না
মরে যাবো আমি চলে গেলে দূরে
ফেলে যাবে নিঃশ্বাস, কেন বোঝো না?
চোখে কী যে মায়া তুমি ছড়ালে
কী প্রেমে জড়ালে, সে তো জানো না
ভালোবাসি আমি তাই পাগলামি
আর তো কিছু বলা জানি না
ও, মায়া হয়ে রবো এক জীবনে
তোমাকে ছাড়া কিছু মানি না
মরে যাবো আমি চলে গেলে দূরে
ফেলে যাবে নিঃশ্বাস, কেন বোঝো না?
চোখে কী যে মায়া তুমি ছড়ালে
কী প্রেমে জড়ালে, সে তো জানো না
ধীরে ধীরে মনের গভীরে এলে
ভালোবাসা কি এটাকে বলে?
Written by: Rafi, Zahid Akbor
instagramSharePathic_arrow_out

Loading...