Credits
PERFORMING ARTISTS
Warfaze
Lead Vocals
Sheikh Monirul Alam
Performer
COMPOSITION & LYRICS
Shams
Songwriter
Lyrics
রক্তিম আকাশ, স্তব্ধ সে ক্ষণে
ফিরবে না আর জানিয়ে গেলে
দিন কেটে যায় রুদ্ধ বেদনায়
মন কেঁদে যায় অন্তরালে
তুমি কেঁদেছিলে নিরবে কোনো অবহেলায়
আমি বুঝিনি কি শূন্যতা হাসির আড়ালে
হারিয়ে তোমাকে চিনেছি নিজেকে
কত ভালোবাসা হৃদয়ের গহীনে
বেঁধেছিলে মায়ায় পূর্ণ প্রতিক্ষণে
ছিলো না হতাশা আলোকিত জীবনে
শত ভুলে ভাবে মন আজ অনুশোচনায়
তুমি ছাড়া জীবনে...
মনে জাগে কত স্মৃতি আজ নিভৃতে
কত সুখের স্বপন ভেঙে গেছে হেলায়
হারিয়ে তোমাকে চিনেছি নিজেকে
কত ভালোবাসা হৃদয়ের গহীনে
বেঁধেছিলে মায়ায় পূর্ণ প্রতিক্ষণে
ছিলো না হতাশা আলোকিত জীবনে
হারিয়ে তোমাকে চিনেছি নিজেকে
কত ভালোবাসা হৃদয়ের গহীনে
বেঁধেছিলে মায়ায় পূর্ণ প্রতিক্ষণে
ছিলো না হতাশা আলোকিত জীবনে
Written by: Shams, Warfaze Band

