Credits

PERFORMING ARTISTS
Srikanto Acharya
Srikanto Acharya
Lead Vocals
Soumitra Chattopadhyay
Soumitra Chattopadhyay
Lead Vocals
COMPOSITION & LYRICS
Rabindranath Tagore
Rabindranath Tagore
Songwriter
PRODUCTION & ENGINEERING
Gopa Roy
Gopa Roy
Producer

Lyrics

১৯৩৭-এর নভেম্বরের কুড়ি তারিখের একটি চিঠিতে
রবীন্দ্রনাথ পুলিনবিহারী সেনকে লিখেছেন
"আরেকদিনের ঘটনা মনে পড়ছে, সে বহুদিন পূর্বের কথা
তখনকার দিনে আমাদের রাষ্ট্রনায়কদের অঞ্জলি তোলা ছিল
রাজপ্রাসাদের দুর্গম উচ্চশিখর থেকে প্রসাদকণা বর্ষণের প্রত্যাশায়
একদা কোনো জায়গায় তাদের কয়েকজনের সান্ধ্য বৈঠক বসবার কথা ছিল
তাদের দূত ছিলেন আমার পরিচিত এক ব্যক্তি
আমার প্রবল অসম্মতি সত্ত্বেও তিনি বারবার করে বলতে লাগলেন
আমি না গেলে আসর জমবে না
শেষ পর্যন্ত ন্যায্য অসম্মতিকেও বলবৎ রাখবার শক্তি বিধাতা আমাকে দেননি
যেতে হলো
ঠিক যাবার পূর্বক্ষণেই আমি রচনা করেছিলাম "আমার বোলো না গাহিতে" ইত্যাদি
এই গান গাওয়ার পর আর আসর জমলো না, সভাস্থগণ খুশি হননি"
Written by: Rabindranath Tagore
instagramSharePathic_arrow_out

Loading...