Music Video

Music Video

Credits

COMPOSITION & LYRICS
Sourav Saha
Sourav Saha
Songwriter

Lyrics

ডিসেম্বরের শহরে
চেনা শুভেচ্ছা, চেনা cellphone
ডিসেম্বরের শহরে
সবই নিয়নের বিজ্ঞাপন
ডিসেম্বরের শহরে
চেনা বন্ধু, চেনা nicotine
ডিসেম্বরের শহরে
ভালোবাসা যেন porcelain
তারা জানে না মুখচোরা party-তে
তোর সাজানো হাসির মানে
সস্তার রাম যখন রাখছে হিসেব
তোর বেহিসাবি অভিমানের
তারা প্রেমিক তোমার তবু মানব বোমার
মতোই তারা নিষ্পলক
তাদের আঙুলে তবু রাখছো আঙুল
মুছে দিচ্ছো স্মৃতির ফলক
তারা জানে না তোমার অতীতটাকে
সেই বিষণ্ণ cardigan
তারা জানে না প্রতি ডিসেম্বরে
কুয়াশায় লেখো ছদ্মনাম
তারা দেখেনি শিশিরভেজা তোর দু'চোখ
পুরোনো মহীনের গানে
আর না পাঠানো SMS-এ রাখছে হিসেব
তোর বেহিসাবি পিছুটানের
জানি প্রিয়তমা শব্দের তর্জমা
ওরা কবিতায় করেছে অনেক
তবু আমার মতো তোর হৃদয় ক্ষত
দিয়ে সাজাইনি শব্দের রেশ
তারা জানে না কারোর অপেক্ষাতে
বাসস্টপে তুই ম্রিয়মান
তারা জানে না প্রতি ডিসেম্বরে
উষ্ণতা খোঁজে বিকেলের ট্রাম
জানি আলোয় ভিজবে চেনা পার্কস্ট্রিট
তবু ট্যাক্সি ধরবে তুমি এয়ারপোর্ট
নিয়ে suitcase ভর্তি শূন্যতা
হাতছানি দেয় অন্য শহর
ঘরে ফেরা তোমার অভ্যাসে নেই
আর পিছু ডাকা আমার syllabus-এ নেই
ফিরে পাওয়া এই শহরের ইতিহাসে নেই
বিষাদ চিহ্ন sunglass-এ নেই
ডিসেম্বরের শহর থেকে যায় অপেক্ষায়
প্রাক্তন ভালোবাসা নিয়ে প্রাক্তন কলকাতায়
ডিসেম্বরের শহর থেকে যায় অপেক্ষায়
প্রাক্তন ভালোবাসা নিয়ে প্রাক্তন কলকাতায়
সব শীতের শেষে হয়তো বসন্ত আসে না
সম্পর্কের ধ্বংসস্তূপ তোমার আমার
কলকাতায়
Written by: Sourav Saha
instagramSharePathic_arrow_out

Loading...