Lyrics
(র-রকি)
(র-র-র-র-র-রকি)
আজ চাই তোকে খোলাখুলি বলতে
কিছু পথ বাকি পাশাপাশি চলতে
রোজই তো যাচ্ছে দিন সঙ্গীহীন
আমি বড়ো জেরবার
জেনেছি রাস্তা নেই আর কোনোই
অন্য পথে ফেরবার
এত কিছু হলো বুঝি তোর প্রেমে পড়ে গিয়ে
আয় না, যাবি তো যাবি আমাকেও সঙ্গে নিয়ে
আজ চাই তোকে খোলাখুলি বলতে
ও, কিছু পথ বাকি পাশাপাশি চলতে
আয় অল্প হই, প্রেমে গল্প হই
আজ সব ছেড়ে হবো তোর মতোই
প্রেমে আধপাগল, কোনো ক্লান্তি নেই
ভালোবাসবো খুব তোর ডাক পেলেই
ও, এত কিছু হলো বুঝি তোর প্রেমে পড়ে গিয়ে
আয় না, যাবি তো যাবি আমাকেও সঙ্গে নিয়ে
আজ চাই তোকে খোলাখুলি বলতে
ও, কিছু পথ বাকি পাশাপাশি চলতে
আজ হোক মরণ, হলে তোর কোলে
যদি নাই থাকিস, আমি যাই চলে
যদি থাকতে হয়, তবে চুপটি থাক
আজ তোর কাছেই মন রাত কাটাক
ও, এত কিছু হলো বুঝি তোর প্রেমে পড়ে গিয়ে
আয় না, যাবি তো যাবি আমাকেও সঙ্গে নিয়ে
আজ চাই তোকে খোলাখুলি বলতে
কিছু পথ বাকি পাশাপাশি চলতে
Written by: Jeet Gannguli, Prasen


