Credits
PERFORMING ARTISTS
Different Touch
Performer
COMPOSITION & LYRICS
Mejbah Rahman
Composer
PRODUCTION & ENGINEERING
Different Touch
Producer
Lyrics
শ্রাবণের মেঘগুলি জড়ো হলো আকাশে
অঝোরে নামবে বুঝি শ্রাবণে ঝরায়ে
শ্রাবণের মেঘগুলি জড়ো হলো আকাশে
অঝোরে নামবে বুঝি শ্রাবণে ঝরায়ে
আজ কেন মন (আজ কেন মন) উদাসী হয়ে (উদাসী হয়ে)
দূর অজানায় (দূর অজানায়) চায় হারাতে (চায় হারাতে)
আজ কেন মন (আজ কেন মন) উদাসী হয়ে (উদাসী হয়ে)
দূর অজানায় (দূর অজানায়) চায় হারাতে (চায় হারাতে)
শ্রাবণের মেঘগুলি জড়ো হলো আকাশে
অঝোরে নামবে বুঝি শ্রাবণে ঝরায়ে
কবিতার বই সবে খুলেছি
হিমেল হাওয়ায় মন ভিজেছে
জানালার পাশে চাঁপা-মাধবী
বাগান বিলাসী হেনা দুলেছে
কবিতার বই সবে খুলেছি
হিমেল হাওয়ায় মন ভিজেছে
জানালার পাশে চাঁপা-মাধবী
বাগান বিলাসী হেনা দুলেছে
আজ কেন মন (আজ কেন মন) উদাসী হয়ে (উদাসী হয়ে)
দূর অজানায় (দূর অজানায়) চায় হারাতে (চায় হারাতে)
মেঘেদের যুদ্ধ শুনেছি
সিক্ত আকাশ কেঁদে চলেছে
থেমেছে হাঁসের জলকেলী
পথিকের পায়ে হাঁটা থেমেছে
মেঘেদের যুদ্ধ শুনেছি
সিক্ত আকাশ কেঁদে চলেছে
থেমেছে হাঁসের জলকেলী
পথিকের পায়ে হাঁটা থেমেছে
আজ কেন মন (আজ কেন মন) উদাসী হয়ে (উদাসী হয়ে)
দূর অজানায় (দূর অজানায়) চায় হারাতে (চায় হারাতে)
আজ কেন মন (আজ কেন মন) উদাসী হয়ে (উদাসী হয়ে)
দূর অজানায় (দূর অজানায়) চায় হারাতে (চায় হারাতে)
শ্রাবণের মেঘগুলি জড়ো হলো আকাশে
অঝোরে নামবে বুঝি শ্রাবণে ঝরায়ে
শ্রাবণের মেঘগুলি জড়ো হলো আকাশে
অঝোরে নামবে বুঝি শ্রাবণে ঝরায়ে
শ্রাবণের মেঘগুলি জড়ো হলো আকাশে
অঝোরে নামবে বুঝি শ্রাবণে ঝরায়ে
Written by: Mejbah Rahman

