Music Video

Music Video

Lyrics

মিষ্টি কথায় ভুইলা তুমি আসল পিরিত খুঁজলা না
কাঁটার আঘাত দিলা বন্ধু ফুল তো কভু দিলা না ।
অন্তরেতে দাগ লাগাইয়া রে,বন্ধু আমার হইলা না
কলিজা পুড়াইয়া গেলা রে,বন্ধু আমার রইলা না।
জোয়ার কালে শুকনা গাঙে নামে পানির ঢল
নিঠুর বন্ধু আমার সাথে করলায় শুধু ছল ।
রঙিন চোখে,এখন রঙিন চোখে সবাই ভালা
আমি কেবল ভালা না।
অন্তরে তে দাগ লাগাইয়া রে,বন্ধু আমার হইলা না
কলিজা পুড়াইয়া গেলা রে,বন্ধু আমার রইলা না।
ভালোবাইসা সব সপিলাম জাতি কুলমান
ভীন মানুষে মন মজাইলা হায়রে ও পাষাণ
মুরাদে রে... কাঙাল মুরাদে রে ডুবাইতে
একটি বারও ভাবলানা
অন্তরেতে দাগ লাগাইয়া রে,বন্ধু আমার হইলা না
কলিজা পুড়াইয়া গেলা রে,বন্ধু আমার রইলা না ।
Written by: Akash Mahmud, Mahmud Murad, Md.Tipu Sultan
instagramSharePathic_arrow_out

Loading...