Music Video

Borbaad Hoyechi Ami | Borbaad | Lyrical Video | Bonny | Rittika | Arindom | Prasen | Raj | SVF
Watch {trackName} music video by {artistName}

Top Songs By Arindom , Arindom

Credits

PERFORMING ARTISTS
Arindom , Arindom
Arindom , Arindom
Performer
COMPOSITION & LYRICS
Arindom , Arindom
Arindom , Arindom
Songwriter
Prasen
Prasen
Songwriter
PRODUCTION & ENGINEERING
SVF
SVF
Producer

Lyrics

আমাকে কে নে তোর গানে আর মনের দুনিয়ায় নে আমাকে অকারণে তোর শব্দ শুনি আয় আমাকে কে নে তোর গানে আর মনের দুনিয়ায় নে আমাকে অকারণে তোর শব্দ শুনি আয় এঁকেছি এক সূর্য দেখ যার উষ্ণতা দারুন আমাকে নে সে বারণে আর তোর আবছায়ায় বরবাদ হয়েছি আমি তোর অপেক্ষায় চুরমার করে দে আরোও কিছু ইশারায় আমাকে থাকতে দে ডুবে থাকতে দে তোর নাম ধরে আমাকে রাস্তা বল কোনো আস্তানা, কোনো বন্দরের বলে দে, বল আমায় বলে দে, বল আমায় গুমনামি ইচ্ছের মতো বাসালি ভালো না কত! ভালোবাসা দিচ্ছে দোহাই আমাকে রোজ অবিরত গুমনামি ইচ্ছের মতো বাসালি ভালো না কত! ভালোবাসা দিচ্ছে দোহাই আমাকে রোজ অবিরত বরবাদ হয়েছি আমি তোর অপেক্ষায় চুরমার করে দে আরোও কিছু ইশারায় আমাকে থাকতে দে ডুবে থাকতে দে তোর নাম ধরে আমাকে রাস্তা বল কোনো আস্তানা, কোনো বন্দরের বলে দে, বল আমায় বলে দে, বল আমায় তোকে দেখি শুনশান রাতে জ্বলে আসা চিন্তা হঠাৎ এ শান্ত অশান্ত সময় তুই কেন থাকিসনা সাথে তোকে দেখি শুনশান রাতে জ্বলে আসা চিন্তা হঠাৎ এ শান্ত অশান্ত সময় তুই কেন থাকিসনা সাথে বরবাদ হয়েছি আমি তোর অপেক্ষায় চুরমার করে দে আরোও কিছু ইশারায় আমাকে থাকতে দে ডুবে থাকতে দে তোর নাম ধরে আমাকে রাস্তা বল কোনো আস্তানা, কোনো বন্দরের বলে দে, বল আমায় বলে দে, বল আমায়
Writer(s): Arindom Chatterjee, Prasen Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out