Credits

COMPOSITION & LYRICS
Shafiul Mawla
Shafiul Mawla
Songwriter
Mithun Halder
Mithun Halder
Songwriter

Lyrics

পথের এ ধুলি কণা জানে
হেটেছি কত এই পথে
পথের এ ধুলি কণা জানে
হেটেছি কত এই পথে
হয়তো কোন উদাস সন্ধায়
দাঁড়াবে তুমি বারান্দায়
হয়তো কোন উষ্ণ বিকেলে
রেলেইং ধরে আমার দিকে তাকাবে
এইটুকু দেখবো বলে হাটছি এই গলী
পথে দেখেনি তো কেও
এ ধুলী কণা বাদে!
পথের এ ধুলী কণা জানে
হেটেছি কত এই পথে
পথের এ ধুলী কণা জানে
হেটেছি কত এই পথে
ধুলো মাখা জুতো পায়ে
হাটি মনে ব্যাথা নিয়ে
চেয়ে দেখি পড়ে আছে
শুন্য ব্যালকনী
টপটাও আছে শুধু নেই যে তুমি
টপটাও আছে শুধু নেই যে তুমি
টপটাও আছে শুধু নেই যে তুমি
Written by: Mithun Halder, Shafiul Mawla
instagramSharePathic_arrow_out

Loading...