Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Fairose Nawar
Fairose Nawar
Lead Vocals
Sharwani Shamman Chowdhury
Sharwani Shamman Chowdhury
Ukulele
COMPOSITION & LYRICS
Fairose Nawar
Fairose Nawar
Lyrics
PRODUCTION & ENGINEERING
Sharani Shamman
Sharani Shamman
Producer

Lyrics

আরে হায়, কিছু কথা ছিল মাথায়
যা আমি বলে দিতে চাই
কিন্তু উপায় কোথায়?
আরে হায়, পাত্তা কেন তোমার নাই?
Text-এর reply-ও নাই
কেমনে বলি তোমায় bye?
(Wait!)
না, প্রথম দেখাতে ভালোবাসিনি আমি
তবে ধীরে ধীরে জাগলো এই অনুভূতি
আমি সারাদিন ভেবে এই ভাবেই
যায় আমার রাত পেরিয়ে
দুনিয়া ভাবুক যা ভাবার আছে
তবে আমি তো ভাববো শুধু তোমাকে
ভেবে ভেবে এইভাবে সময় আমার পেরিয়ে
বলবো বলবো করে বলা হয়নি
কপালে যাই থাকুক না কেন, বলবো ভাবছি
এই কিছু কথা মনের যা আগে বলা হয়নি
ছিলাম আমি লুকিয়ে এতটা দিন
আজ সাহস করে বলে দেবো ভাবছি
শোনো তাহলে মনের কথা
I love you, ooh
I love you, ooh
I love you, ooh
I love you
জানি না কী বলবে তুমি এটা শুনে
তবু ভালোবেসে যাবো চুপিসারে
জানিয়ে দিয়ো যদি ভালোবাসো তুমি
সাদামাটা প্রেমের চিঠিতে
I love you, ooh
I love you, ooh
I love you, ooh
I love you
I love you, আগে বলা হয়নি
I love you, শুনছো কি তুমি?
I love you, বলে দাও কিছু, please
I love you, অপেক্ষায় বসে আমি
আরে হায়, কিছু কথা ছিল মাথায়
যা আমি বলে দিতে চাই
কিন্তু উপায় কোথায়?
শেষ!
Written by: Fairose Nawar
instagramSharePathic_arrow_out

Loading...