Top Songs By Huge Studio
Credits
COMPOSITION & LYRICS
Bishal Ahmed
Songwriter
Lyrics
ডেকেছি তোকে কতবার মন পাড়াতে
গড়েছি ঠিকানা আকাশের নিচে
প্রতিদিনি বৃষ্টি হবে শহরে
ভিজবো এক সাথে হাত ধরে উঠানে
দুজনে শুধু ভাসবো ভালবাসাতে
চাইলে ডেকে নিবো রঙ ধনু টাকে
যদি লাগে প্রান টাও দেবো তোমাকে
তোমার তবু রাখবো হাসিটা ধরে
ও ও ওওওও
তোকে ছাড়া এ মনে শুন্যতা
কোনো ভাবেই এ মন বোঝেনা
এই পথ চলা, তোরি কথা বলা
আমারি তুই ভালবাসা
করেছি তোরি অভ্যাস এই মনে
তোকে ছাড়া প্রতি খন শুন্য লাগে
ডেকেছি তোকে কতবার মন পাড়াতে
গড়েছি ঠিকানা আমারি মনে
Written by: Bishal Ahmed