Music Video
Music Video
Credits
PERFORMING ARTISTS
Akashcari
Performer
Prayangshu
Performer
Arfat Faisal
Performer
COMPOSITION & LYRICS
Prayangshu Biswas Hritwick
Songwriter
Arfat Bin Alam Faisal
Songwriter
PRODUCTION & ENGINEERING
Prayangshu Biswas Hritwick
Producer
Lyrics
রোজ সকালে তোর মায়াবী ছবি
চোখে ভাসে তোর মিষ্টি হাসি
বেলী গাঁথা তোর চুলের বেণী
মায়াপূর্ণ তোর চোখের চাহনি
রোজ সকালে তোর মায়াবী ছবি
চোখে ভাসে তোর মিষ্টি হাসি
বেলী গাঁথা তোর চুলের বেণী
মায়াপূর্ণ তোর চোখের চাহনি
ভালোবাসি তোকে, সুহাসিনী
ভালোবাসি শুধু তোকেই
ভালোবাসি তোকে, সুহাসিনী
ভালোবাসি শুধু তোকেই
তোর জন্য এ ভালোবাসা অসীম
অসীম আমার এই লেখা গান
প্রতিটি ছন্দে তোর রূপের আলোড়ন
তোর জন্য এ ভালোবাসা অসীম
অসীম আমার এই লেখা গান
প্রতিটি ছন্দে তোর রূপের আলোড়ন
তাতে হারিয়েছি আমার এই প্রাণ
তাতে হারিয়েছি আমার এই প্রাণ
সাদা-কালো রঙের সাদামাটা canvas-এ
এঁকেছি তোর রঙিন ছবি, সেই ছবিখানা
আজও ঝুলে আছে
সাদা-কালো রঙের সাদামাটা canvas-এ
এঁকেছি তোর রঙিন ছবি, সেই ছবিখানা
আজও ঝুলে আছে
আমার এই হৃদয়ের canvas-এ
আমার এই হৃদয়ের canvas-এ
রোজ সকালে তোর মায়াবী ছবি
চোখে ভাসে তোর মিষ্টি হাসি
বেলী গাঁথা তোর চুলের বেণী
মায়াপূর্ণ তোর চোখের চাহনি
ভালোবাসি তোকে, সুহাসিনী
ভালোবাসি শুধু তোকেই
ভালোবাসি তোকে, সুহাসিনী
ভালোবাসি শুধু তোকেই
ভালোবাসি তোকে, সুহাসিনী
ভালোবাসি শুধু তোকেই
ভালোবাসি তোকে, সুহাসিনী
ভালোবাসি শুধু তোকেই
Written by: Arfat Bin Alam Faisal, Prayangshu Biswas Hritwick


