Music Video

Music Video

Credits

COMPOSITION & LYRICS
Arafa-T Kabir
Arafa-T Kabir
Songwriter
Yankmit Production
Yankmit Production
Songwriter

Lyrics

সোনারও পালঙ্কের ঘরে
লিখে রেখে ছিলেম দ্বারে
যাও পাখি বলো তারে
সে যেন ভুলে না মোরে
সোনারও পালঙ্কের ঘরে
লিখে রেখে ছিলেম দ্বারে
যাও পাখি বলো তারে
সে যেন ভুলে না মোরে (tell her)
I wish that এক নিমিষেতেই
ভুলা যেত তোরে সম্ভব সহজে
তার লিখা চিঠি কাগজের
রাখা আছে আমার কাছে যতনে
She started to change with time
আগে তারে দেখি নাই যে এভাবে
So I gotta find my way
যতই আমি মরে থাকি ভেতরে
I wish that এক নিমিষেতেই
ভুলা যেত তোরে সম্ভব সহজে
তার লিখা চিঠি কাগজের
রাখা আছে আমার কাছে যতনে
She started to change with time
আগে তারে দেখি নাই যে এভাবে
So I gotta find my way
যতই আমি মরে থাকি ভেতরে
ভালোবাসা মানে mental torture
Abusive future, now I can't be with her, aye
জ্বলে-পুড়ে আমার বুকটা ছারকার করে
তাও তো আবদার, তোরে চাইসি বারবার
আমারে আর নাই তোর দরকার
ছুড়ে দিয়ে সৎকার, খুঁজে রাস্তা যার যায়
Every time she went outta border
And I tried to sort out
Just to keep her closer, aye
বলেছিলি কেন থাকবি পাশে তুই
চলে যাবি যখন অন্যের ঘরে বল?
দিয়ে গেলি আমার বিশ্বাস ভেঙে
জেগে থেকে phone-এ আর হয় না করা call
প্রতিবার ego-এর কারণে শুধু
তুই গোপনে খুঁজে গেলি আমার fault
কত অভিমান তোরে নিয়ে
আজকের এই গানে তুলে ধরবো
That ain't all
বুঝে নিলি তোর নিজের স্বার্থ দিয়ে
মায়াজালের এই হাল্কা স্পর্শ
ভেঙে দিলি যত ছিল স্বপ্ন তোরই সাথে
দেখা, এখন সব অস্পষ্ট
লাগে চারিপাশে সব নিস্তব্দ
যখন ঘুমহীন কাটে প্রত্যেকটা রাত্র
মন চায় তোর শুনতে কণ্ঠ
যার মাঝে মগ্ন থাকতে অভ্যস্ত
সোনারও পালঙ্কের ঘরে
লিখে রেখে ছিলেম দ্বারে
যাও পাখি বলো তারে
সে যেন ভুলে না মোরে
I wish that এক নিমিষেতেই
ভুলা যেত তোরে সম্ভব সহজে
তার লিখা চিঠি কাগজের
রাখা আছে আমার কাছে যতনে
She started to change with time
আগে তারে দেখি নাই যে এভাবে
So I gotta find my way
যতই আমি মরে থাকি ভেতরে
I wish that এক নিমিষেতেই
ভুলা যেত তোরে সম্ভব সহজে
তার লিখা চিঠি কাগজের
রাখা আছে আমার কাছে যতনে
She started to change with time
আগে তারে দেখি নাই যে এভাবে
So I gotta find my way
যতই আমি মরে থাকি ভেতরে
চাইসিলাম শান্তিতে থাকতে যে তোর সাথে
তাও কেন ভুল করে ভুল বুঝে
চলে গেলি তুই?
দিসিলাম আমি মন তোরে যার ফলে
মন ভরে মন পুড়ে দিয়ে গেলি তুই
লাগে pain আমার অন্তরে
পুরোপুরি বশ করে ঠিকমতো
থেকে গেলি তুই
তোর অনুভুতি জং ধরে উড়ে কোনো প্রান্তরে
দূরে একা সরে গেলি তুই
তোর দেওয়া promises গুলো মিথ্যা
প্রমান দিয়ে দিলি নিজ থেকে, তুই কত মাহান
করে গেলি আমার ভালোবাসাকে অপমান
জানতাম না হবি তুই এত পাষাণ
Music always আমার priority প্রধান
Music-এর মাঝে পায় তৃপ্তি পরাণ
So fuck this love shit
I'ma always drop my album
Music-এ বেঁচে করে যাচ্ছি সংগ্রাম
সোনারও পালঙ্কের ঘরে
লিখে রেখে ছিলেম দ্বারে
যাও পাখি বলো তারে
সে যেন ভুলে না মোরে (tell her)
I wish that এক নিমিষেতেই
ভুলা যেত তোরে সম্ভব সহজে
তার লিখা চিঠি কাগজের
রাখা আছে আমার কাছে যতনে
She started to change with time
আগে তারে দেখি নাই যে এভাবে
So I gotta find my way
যতই আমি মরে থাকি ভেতরে
I wish that এক নিমিষেতেই
ভুলা যেত তোরে সম্ভব সহজে
তার লিখা চিঠি কাগজের
রাখা আছে আমার কাছে যতনে
She started to change with time
আগে তারে দেখি নাই যে এভাবে
So I gotta find my way
যতই আমি মরে থাকি ভেতরে
Written by: Arafa-T Kabir, Yankmit Production
instagramSharePathic_arrow_out

Loading...