Credits

COMPOSITION & LYRICS
Fokir Lal Miah
Fokir Lal Miah
Songwriter

Lyrics

বিনা দোষের দোষীরে শ্যাম
তুমি বানাইলায় আমারে
বন্ধু আইলায় না আইলায় না রে
বন্ধু আইলায় না আইলায় না রে
আমার মরণ কালে দিয়ো বন্ধুর নাম শুনাইয়া
তমাল ডালে বাইন্ধা রাইখো দূরবীন শাহরে নিয়া
আমার মরণ কালে দিয়ো বন্ধুর নাম শুনাইয়া
তমাল ডালে বাইন্ধা রাইখো দূরবীন শাহরে নিয়া
অভাগার এ বন্ধু বিনে
অভাগার এ বন্ধু বিনে
কলঙ্ক দূর হইলোনা
আইলায় না আইলায় না রে
বিনা দোষের দোষীরে শ্যাম
তুমি বানাইলায় আমারে
বন্ধু আইলায় না আইলায় না রে
বন্ধু আইলায় না আইলায় না রে
আজ যাবে কাল আসবে বলে গিয়াছো চলিয়া
আশার আশে বসে রইলাম আমি পন্ত পানে চাইয়া
আজ যাবে কাল আসবে বলে গিয়াছো চলিয়া
আশার আশে বসে রইলাম আমি পন্ত পানে চাইয়া
না জানে কার সংঙ্গ পাইয়া
না জানে কার সংঙ্গ পাইয়া
আমায় স্মরণ করেনা
আইলায় না আইলায় না রে
বিনা দোষের দোষীরে শ্যাম
তুমি বানাইলায় আমারে
বন্ধু আইলায় না আইলায় না রে
বন্ধু আইলায় না আইলায় না রে
Written by: Fokir Lal Miah
instagramSharePathic_arrow_out

Loading...