Listen to Saradin Tomay Bhebe সারাদিন তোমায় ভেবে (unplugged Version) by Souls

Saradin Tomay Bhebe সারাদিন তোমায় ভেবে (unplugged Version)

Souls

Rock

Featured In

Credits

PERFORMING ARTISTS
Souls
Souls
Performer
COMPOSITION & LYRICS
Subir Sen
Subir Sen
Songwriter

Lyrics

সারাদিন তোমায় ভেবে
হলো না আমার কোন কাজ
হলো না তোমাকে পাওয়া
দিন যে বৃথাই গেল আজ
সারাদিন তোমায় ভেবে
হলো না আমার কোন কাজ
হলো না তোমাকে পাওয়া
দিন যে বৃথাই গেল আজ
সারাদিন তোমায় ভেবে
সারাদিন গাছের ছায়ায়
উদাসী দুপুর কেটেছে
সারাদিন গাছের ছায়ায়
উদাসী দুপুর কেটেছে
যা শুনে ভেবেছি এসেছো
সে শুধু পাতারই আওয়াজ
সারাদিন তোমায় ভেবে
হলো না আমার কোন কাজ
হলো না তোমাকে পাওয়া
দিন যে বৃথাই গেল আজ
সারাদিন তোমায় ভেবে
হাওয়ারা হঠাৎ এসে জানালো
তুমি তো আমার কাছে আসবে না
এক হৃদয় হয়ে ভাসবে না
হাওয়ারা হঠাৎ এসে জানালো
তুমি তো আমার কাছে আসবে না
এক হৃদয় হয়ে ভাসবে না
তবে কি একাই থাকবো?
তবে কি আমার কেউ নেই?
তবে কি একাই থাকবো?
তবে কি আমার কেউ নেই?
সারাদিন যেমন কেটেছে
তেমনি কি যাবে গো সাঁঝ
সারাদিন তোমায় ভেবে
হলো না আমার কোন কাজ
হলো না তোমাকে পাওয়া
দিন যে বৃথাই গেল আজ
সারাদিন তোমায় ভেবে
হলো না আমার কোন কাজ
হলো না তোমাকে পাওয়া
দিন যে বৃথাই গেল আজ
সারাদিন তোমায় ভেবে
Written by: Subir Sen
instagramSharePathic_arrow_out