Credits
PERFORMING ARTISTS
Rhythmsta
Performer
Raa Je
Performer
COMPOSITION & LYRICS
Sheikh Sagor Hakim
Songwriter
PRODUCTION & ENGINEERING
Raa Je
Producer
Lyrics
আমার এই বুকে জমা তোমার জন্য কত মায়া
সারাদিন শুধু চোখের সামনে দেখি তোমার ছায়া
চাওয়া না পাওয়ার মাঝে শুধু তোমাকে চাই
তুমি বিহীন জীবন আমার নস্ট পুরাটাই!
খোদার উসিলায় তোরে বানাইছে ফেরেস্তারা
তুমি রাতের চন্দ্র আমি তোমার পাশের তাঁরা
কলংক আড়াল করে তোরে দিবো পাহারা
চোখের নজরে গেলে লাগে দুনিয়া দিশেহারা!
আমি সেই প্রেমিক যে কষ্ট নিয়েও খুশি থাকি
আমি সেই প্রেমিক যে দুঃখ পেয়েও মুখে হাসি
আমি সেই প্রেমিক যার প্রেমের ওজন ভীষণ ভারী
আমি শুধুই তোর যার জীবনে নাই দ্বিতীয় নারী!
তুমি মেঘের আড়ালে ওঠা সাত রাঙা রঙধনু
শীতের প্রভাতে কুয়াশায় ভেজা ফুলরেণু
তুমি মনের সিংহাসনে বসা ক্লিওপেট্রা
যার কাছে হার মানি আমি বীর মহাযুদ্ধা!
ভালোবাসার মায়ায় পড়ে করলাম সব বিসর্জন
ভেবেছি থাকবো একসাথে করবো আলাপন
আমাদের সম্পর্ক থাকবে জন্ম জন্মান্তরে
তুমি আমার প্রেয়সী যার বসবাস এ অন্তরে!
আমি ভালো না আচ্ছা তোমার দুনিয়া দেখা বাকি
নিজের সুখ দিয়ে তোমার দুঃখ আমার কাছে রাখি
আমার বেদনা নিয়ে আমি আজো ভালো আছি
হঠাৎ করে মাঝে মাঝে তোমার নাম টা ধরে ডাকি!
ঘুম আসে না চোখে রাত্রি জাগি আনমনে
শুন্য লাগে এক বুক সমুদ্র ভরাট করি কেমনে
তোর কথা শুনলে ঠোঁটের কোণে আজো আমি হাসি
যতই বলি ভুলে গেছি কিন্তু আজো তোমায় ভালোবাসি!
রেখে গেলি একা করে আমি কিভাবে থাকি
তন্ত্র মন্ত্র করে যদি উড়িয়ে দেই ঘুমের পাখি
না না শান্তি নিও প্রিয় থাকো অনেক সুখে
আমি আমার সুখ পাখি দিলাম তোমায় খাচা ছেড়ে!
Written by: Sheikh Sagor Hakim