Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Jeet Gannguli
Jeet Gannguli
Performer
Jeet
Jeet
Actor
Koel
Koel
Actor
COMPOSITION & LYRICS
Jeet Gannguli
Jeet Gannguli
Composer
Chandrani Ganguli
Chandrani Ganguli
Songwriter
PRODUCTION & ENGINEERING
SVF
SVF
Producer

Lyrics

একমুঠো স্বপ্ন চেয়ে
হাত বাড়িয়েছিলাম
জীবন ছিল বড় বেরঙ, সুর
হারিয়েছিলাম
আলোর দিশা হয়ে তুমি
এলে
আমি বদলে গেলাম
কত রাত জাগা, কত দিন গোনা
সেই নতুন ভোরের আশায়
সুর সেধেছি, গান
বেঁধেছি, আজ এলে তুমি
তাই
আজ এলে তুমি তাই
আজ এলে তুমি তাই
একমুঠো স্বপ্ন চেয়ে
হাত বাড়িয়েছিলাম
জীবন ছিল বড় বেরঙ, সুর
হারিয়েছিলাম
জানি এ অসময়ে ঘিরেছে
সংশয়ে
তবু আশায় বাঁচে প্রাণ
ইচ্ছেরা হতো যদি আজকে
পাহাড়ি নদী
বন্ধু, তোমায় ভাসাতাম
কত রাত জাগা, কত দিন গোনা
সেই নতুন ভোরের আশায়
সুর সেধেছি, গান
বেঁধেছি, আজ এলে তুমি
তাই
আজ এলে তুমি তাই
আজ এলে তুমি তাই
এমন করে নিজেকে কখনো
বুঝিনি যে
ধরেছি বাজি তাই আবার
হারবো না আর কখনো, এ কথা
সত্যি জেনো
তোমার কাছেই অঙ্গীকার
কত রাত জাগা, কত দিন গোনা
সেই নতুন ভোরের আশায়
সুর সেধেছি, গান
বেঁধেছি, আজ এলে তুমি
তাই
আজ এলে তুমি তাই
আজ এলে তুমি তাই
একমুঠো স্বপ্ন চেয়ে
হাত বাড়িয়েছিলাম
জীবন ছিল বড় বেরঙ, সুর
হারিয়েছিলাম
আলোর দিশা হয়ে তুমি
এলে
আমি বদলে গেলাম
Written by: Chandrani Ganguli, Jeet Gannguli
instagramSharePathic_arrow_out

Loading...