Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Eleyas Hossain
Eleyas Hossain
Performer
COMPOSITION & LYRICS
Eleyas Hossain
Eleyas Hossain
Songwriter
Rezwan Sheikh
Rezwan Sheikh
Composer
Ziauddin Alam
Ziauddin Alam
Songwriter

Lyrics

এসো না তুমি ভাবনার নীড়ে
মন-আঙিনায় বাসর সাজিয়ে
এ হৃদয়ের যত লেনাদেনায়
হারিয়ে যাবো অচিন ভিড়ে
ভালোবাসায় রাখবো ঘিরে
অন্তর ঠিকানায় এসো ফিরে
ভালোবাসায় রাখবো ঘিরে
অন্তর ঠিকানায় এসো ফিরে
ও, প্রেমের স্লোগানে বলবো আমি
ভালোবাসি অনেক বেশি
অধরমাঝে ঝরবো ধারায়
জোছনা হয়ে চাঁদ-তারায়
ভালোবাসায় রাখবো ঘিরে
অন্তর ঠিকানায় এসো ফিরে
ভালোবাসায় রাখবো ঘিরে
অন্তর ঠিকানায় এসো ফিরে
বাস্তবতার দাঁড়ি-কমায়
থাকবো আপন ডোরে
ঘর সাজাবো দুজন মিলে
স্বপ্নেরই এই শহরে
ভালোবাসায় রাখবো ঘিরে
অন্তর ঠিকানায় এসো ফিরে
ভালোবাসায় রাখবো ঘিরে
অন্তর ঠিকানায় এসো ফিরে
এসো না তুমি ভাবনার নীড়ে
মন-আঙিনায় বাসর সাজিয়ে
এ হৃদয়ের যত লেনাদেনায়
হারিয়ে যাবো অচিন ভিড়ে
ভালোবাসায় রাখবো ঘিরে
অন্তর ঠিকানায় এসো ফিরে
ভালোবাসায় রাখবো ঘিরে
অন্তর ঠিকানায় এসো ফিরে
Written by: Rezwan Sheikh, Ziauddin Alam
instagramSharePathic_arrow_out

Loading...