Vídeo musical

Vídeo musical

Créditos

Letras

দুখ দিয়েছ, দিয়েছ ক্ষতি নাই
কেন গো একেলা ফেলে রাখ
ডেকে নিলে ছিল যারা কাছে
তুমি তবে কাছে কাছে থাকো
দুখ দিয়েছ, দিয়েছ
প্রাণ কারো সাড়া নাহি পায়
রবি শশী দেখা নাহি যায়
এ পথে চলে যে অসহায়
তারে তুমি ডাকো, প্রভু, ডাকো
দুখ দিয়েছ, দিয়েছ
সংসারের আলো নিভাইলে
বিষাদের আঁধার ঘনায়
দেখাও তোমার বাতায়নে
চির-আলো জ্বলিছে কোথায়
শুষ্ক নির্ঝরের ধারে রই
পিপাসিত প্রাণ কাঁদে ওই
অসীম প্রেমের উৎস কই
আমারে তৃষিত রেখো নাকো
দুখ দিয়েছ, দিয়েছ
কে আমার আত্মীয় স্বজন
আজ আসে, কাল চলে যায়
চরাচর ঘুরিছে কেবল
জগতের বিশ্রাম কোথায়
সবাই আপনা নিয়ে রয়
কে কাহারে দিবে গো আশ্রয়
সংসারের নিরাশ্রয় জনে
তোমার স্নেহেতে, নাথ, ঢাকো
দুখ দিয়েছ, দিয়েছ ক্ষতি নাই
কেন গো একেলা ফেলে রাখ
ডেকে নিলে ছিল যারা কাছে
তুমি তবে কাছে কাছে থাকো
দুখ দিয়েছ, দিয়েছ
instagramSharePathic_arrow_out

Loading...