Créditos

PERFORMING ARTISTS
Joy Sarkar
Joy Sarkar
Performer
Nachiketa Chakraborty
Nachiketa Chakraborty
Performer
Kaushiki Chakrabarty
Kaushiki Chakrabarty
Performer
COMPOSITION & LYRICS
Joy Sarkar
Joy Sarkar
Composer
Rajib Chakraborty
Rajib Chakraborty
Songwriter

Letras

হয়তো তুমি ভালো আছো
কোন শহরে একলা বাঁচো
সেই কবে হারিয়ে যাওয়া ঘর
মুঠো খুলে খুঁজো তাকে
ফেলে আসা নামে ডাকে
শোনা যায় চেনা সে গলার স্বর
অবুঝ কথার ভীড়ে
এসেছি আবার ফিরে
দেখো, কপালে আজ ভালোবাসার জ্বর
ছাপোষা এ ভালো থাকা
জানলা গুলো খুলে রাখা
দেখেছি সে পাতা ঝরা দেশ
ধুলো জমে থাকা কাঁচে
অসুখে না সুখে বাঁচে
শুরু নেই তবুও হলো শেষ
নিভে যাওয়া সেই আলো
আগলে রেখে জ্বালো
যেন মুখর প্রেমে বেঁচে থাকার রেশ
বেলাশেষে বসি যদি তার পাশে
হেসে ওঠা দিনগুলো ফিরে আসে
যেন কথার টানে ছন্দে বাঁধার দায়
প্রিয় নামে সাড়া দিও যদি ডাকি
অভিমানী ডালে বসা কোনো পাখি
যেন আবার দেখা শেষের কবিতায়
না বলা কথাগুলো শোনাতে চায়
হয়তো তুমি ভালো আছো
কোন শহরে একলা বাঁচো
সেই কবে হারিয়ে যাওয়া ঘর
মুঠো খুলে খুঁজো তাকে
ফেলে আসা নামে ডাকে
শোনা যায় চেনা সে গলার স্বর
অবুঝ কথার ভীড়ে
এসেছি আবার ফিরে
দেখো, কপালে আজ ভালোবাসার জ্বর
Written by: Joy Sarkar, Rajib Chakraborty
instagramSharePathic_arrow_out

Loading...