Vídeo musical
Vídeo musical
Créditos
PERFORMING ARTISTS
Chandraboli Rudra Dutta
Lead Vocals
COMPOSITION & LYRICS
Chandraboli Rudra Dutta
Songwriter
PRODUCTION & ENGINEERING
Gopa Roy
Producer
Letras
আমার আনন্দিনী উমা আজো আসেনি তার মায়ের কাছে
আনন্দিনী উমা আজো আসেনি তার মায়ের কাছে
হে গিরিরাজ, দেখে এসো কৈলাসে মা কেমন আছে
আসেনি তার মায়ের কাছে
আনন্দিনী উমা আজো আসেনি তার মায়ের কাছে
মোর মা যে প্রতি আশ্বিন মাসে মা বলে ছুটে আসে
মা যে প্রতি আশ্বিন মাসে মা বলে ছুটে আসে
"মা আসেনি" বলে আজও
"মা আসেনি" বলে আজও ফুল ফোটেনি লতায় গাছে
হে গিরিরাজ, দেখে এসো কৈলাসে মা কেমন আছে
আসেনি তার মায়ের কাছে
আনন্দিনী উমা আজো আসেনি তার মায়ের কাছে
তত্ত্ব-তলাশ নিইনি মায়ের, তাই বুঝি মা অভিমানে
না এসে তার মায়ের কাছে ফিরিছে শ্মশানে মশানে
ক্ষীর নবনী লয়ে থালায় কেঁদে ডাকি, "আয় উমা আয়"
ক্ষীর নবনী লয়ে থালায় কেঁদে ডাকি, "আয় উমা আয়"
যে কন্যারে চায় ত্রিভুবন
যে কন্যারে চায় ত্রিভুবন, তাকে ছেড়ে মা কি বাঁচে
হে গিরিরাজ, দেখে এসো কৈলাসে মা কেমন আছে
আসেনি তার মায়ের কাছে
আনন্দিনী উমা আজো আসেনি তার মায়ের কাছে
আনন্দিনী উমা আজো আসেনি তার মায়ের কাছে
Written by: Chandraboli Rudra Dutta, Kazi Nazrul Islam